ক্রীড়া

ফের ব্যাট হাতে গম্ভীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আসন্ন লেজেন্ডস লিগে খেলবেন প্রাক্তন ভারতীয় বাঁ হাতি ওপেনিং ব্যাটার গৌতম গম্ভীর। এদিন গম্ভীর নিজে এই খবর নিশ্চিত করে জানালেন,”আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিতে চলেছি, যা শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। আবারও বাইশ গজে নামবো, এটা ভেবেই আমি উত্তেজিত। বিশ্ব ক্রিকেটের নক্ষত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার সুযোগ পাওয়াটা সম্মানের।”লেজেন্ডস লিগ ক্রিকেটের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও রামন রাহেজা বলেছেন, “২০১১ বিশ্বকাপের ফাইনালে গৌতমের ম্যাচজয়ী ৯৭ রান কে ভুলতে পারবে? আমি নিশ্চিত অনুরাগীরা সিজন ২-এ গৌতম এবং অন্যান্য আইকনিক খেলোয়াড়দের কাছ থেকে একইরকম নার্ভ-চিলিং পারফর্ম্যান্সের অভিজ্ঞতা আশা করবে।” ২০০৭ আইসিসি টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য গৌতম গম্ভীর। ফাইনালে ম্যাচের সেরা হন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপের ফাইনালে তাঁর ব্যাট থেকে ঝকঝকে ৯৭ রানের ইনিংস খেলেন । ১৪৭টি একদিনের ম্যাচে, ৩৭টি টি-২০ ম্যাচে এবং ৫৮টি টেস্ট ম্যাচে ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন গম্ভীর। ৫৮ টেস্টে তাঁর সংগ্রহ ৪১৫৪ রান। ১৪৭টি ওডিআই ম্যাচে করেছেন ৫২৩৮ রান এবং ৩৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে করেছেন ৯৩২ রান। দেশের হয়ে ওডিআই ক্রিকেটে ১১টি শতরান এবং টেস্ট ক্রিকেটে ৯টি শতরান, ১টি দ্বি-শতরান করেছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলে তিনি দীর্ঘদিন দলে এমএস ধোনির সহকারী ছিলেন এবং ধোনির অনুপস্থিতিতে কয়েকটি ম্যাচে দলের অধিনায়কত্ব করেছিলেন। তিনি ছয়টি ওয়ানডেতে দলের অধিনায়কত্ব করেছিলেন এবং সেই সবকটি ম্যাচই জিতেছিলেন। এলএলসি চালু হওয়ার আগে, ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী স্মরণে ১৬ই সেপ্টেম্বর ইডেন গার্ডেন্সে একটি বিশেষ ম্যাচ আয়োজিত হবে যেখানে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় মহারাজাস এবং ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের নেতৃত্বে ওয়ার্ল্ড জায়ান্টস মুখোমুখি হবে। ১০টি দেশের প্রাক্তন খেলোয়াড়রা এই খেলায় অংশ নেবেন। এলএলসিতে, চারটি দল থাকবে এবং মোট ১৫টি ম্যাচ খেলা হবে।