প্রাপ্য দাবিতে গেট মিটিং চা শ্রমিকদের

এনএফবি, আলিপুরদুয়ারঃ

পেশাগত বিভিন্ন দাবি নিয়ে মিটিং করল চা-বাগান শ্রমিকরা। বুধবার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানে গেট মিটিং করল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এ দিন চা বাগানের ফ‍্যাক্টরি সামনে সামিল হয় বাগানের শ্রমিকরা।

এ বিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা জানান, বর্তমানে দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সমস্যায় ভুগছে। এছাড়াও অবসরপ্রাপ্ত শ্রমিকরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত ও তারা বহুবছর ধরে গ্রাচুইটি পাচ্ছেননা। এইসব দাবি নিয়েই তাদের এই মিটিং বলে জানা গেছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।