জেলা

সবুজ ঝড়ে উধাও গেরুয়া

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

গঙ্গারামপুর পুরসভায় সবুজ ঝড়ে উধাও গেরুয়া। সেই একই ঝড়ের মুখে পড়তে চলেছে বিজেপির রাজ্য সভাপতির নিজস্ব গড় বালুরঘাটের গেরুয়া শিবির।

গঙ্গারামপুর পুরসভার ১৮ টি ওয়ার্ডের ত্রিমুখী লড়াইয়ে সবকটিই দখল নিয়েছে তৃণমূল দল। যদিওবা বিগত ভোটে তিনটি আসন দখল করে ছিল বামেরা। এবারের ভোটে জনগণ তাদের সেটুকুও কেড়ে নিয়েছে নিজেদের এলাকার উন্নয়নের দিকে খেয়াল রেখে।

বিগত পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র তার ৭ নম্বর ওয়ার্ডে ১৫৭৫ ভোটে এবারও জয়ী হয়েছেন।

২৭ তারিখে গঙ্গারামপুর পুরসভায় ভোট পড়েছিল ৮৩ শতাংশের উপর। এছাড়াও বিজেপি বাম কোন ওয়ার্ডেরই তেমন প্রতিদ্বন্দিতার মুখে ফেলতে পারেনি তৃণমূলকে। যার ফলে তৃণমূল এবারও পুনরায় সব কটি আসন জিতে গঙ্গারামপুর পুরসভা নিজ দখলে রাখতে সক্ষম হল নিজেদের উন্নয়নের ক্যারিসমার জোরে বলে মনে করা হচ্ছে।

বালুরঘাট পুরসভাঃ এখনও পর্যন্ত যারা জয়ী হয়েছেন তারা হলেন
১ নম্বর ওয়ার্ড পিন্টু দাস (তৃণমূল)
২ নম্বর ওয়ার্ড শিমা দাস বর্মন (তৃণমূল)
৩ নম্বর ওয়ার্ড দূলালি মূমু (তৃণমূল)
৪ নম্বর ওয়ার্ড নিতা নন্দী (তৃণমূল)
৫ নম্বর ওয়ার্ড অশোক মিত্র(তৃণমূল)
৬ নম্বর ওয়ার্ড শ্যামল সাহা(তৃণমূল)
৭ নম্বর ওয়ার্ড শিখা মহন্ত সাহা চৌধুরী (তৃণমূল)
৮ নম্বর ওয়ার্ড সুরজিৎ সাহা (তৃণমূল)
৯ নম্বর ওয়ার্ড পরিমল কৃষ্ণ সরকার (তৃণমূল)

তবে বাকি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্যের গননা চলছে এখনও। যদিও ট্রেন্ড যা তাতে ২৫ আসন বিশিষ্ট বালুরঘাট পুরসভার সম্ভবত দখল নিল তৃণমূল কংগ্রেস।