ক্রীড়া

এটিকে শব্দটা আমার কাছে অনেক সোজা বলছেন গোকুলামের কোচ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিতর্ক হয়েছিল এএফসি কাপ শুরুর আগে থেকেই। সবুজ মেরুনের গ্রুপের মাজিয়া, বসুন্ধরা, গোকুলাম বিপক্ষ দলের কোচরা কেউই মোহনবাগান নাম মুখে আনছেন না। ফলে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ দেখানো শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। এদিন এটিকে মোহনবাগানকে ৪-২ গোলে হারানোর পরে বারবার এটিকে নাম মুখে আনেন গোকুলাম এফসির ইতালিয়ান কোচ vincenzo alberto annese। এরপর তিনি বলেন, ” এটিকে বলতে আমার বেশি সুবিধা হয় সেই কারণে আমি এটিকে বলি।” এরপরে এটিকে মোহনবাগানের ছন্নছাড়া ফুটবল থেকে ভারতীয় ফুটবলকে একহাত নেন এই ইতালিয়ান কোচ তার কথায়,” আমরা আই লিগে রিয়াল কাশ্মীরের সঙ্গে জিতছি। ওরা লিগের লাস্ট বয় ছিল ওরাও এটিকে থেকে ভালো ফুটবল খেলেছে। আমরা এই ম্যাচ জিতে দেখিয়ে দিলাম আই লিগ আর আইএসএলের মধ্যে কোনো পার্থক্য নেই। আই লিগের দল যে আইএসএলের দলকে হারাতে পারে সেটা প্রমাণ করতে নেমেছিলাম। সেটা প্রমাণ করেও দিলাম। আমরা আই লিগ জিতে আত্মতুষ্ঠ হয়ে যাইনি। নিজেদের প্রমাণ করার তাগিদ নিয়ে মাঠে নেমেছিলাম।” যদিও এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দ কিন্তু আইলিগ ও আইএসএলের পার্থক্য নিয়ে মুখ খুলতে চাইলেন না। বাগান কোচ জানাচ্ছেন, “এখনও বলার সময় আসেনি যে আইলিগ আইএসএলের থেকে ভালো টুর্নামেন্ট। আমরা ভালো খেলতে পারিনি। একের পর এক গোলের সুযোগ পেয়ে মিস করি। সেটাই আমাদের হারের প্রধান কারণ। আর একটা কারণ গোকুলাম আমাদের থেকে ভালো ফুটবল খেলেছে। আমরা এএফসি কাপ টুর্নামেন্টে ঘুরে দাড়াতে পারবো বলে বিশ্বাস রাখি।”

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।