দ্য জেন স্যুটের প্রথম বর্ষপূর্তিতে গোল্ড মেম্বারশিপ

এনএফবি, কলকাতাঃ

সম্প্রতি দ্য জেন স্যুট কলকাতা বিমানবন্দর শাখার একবছর পূর্ণ হল। আর এই দিনটিকে উদযাপন করা হল শহরের বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সমাজপতিদের সঙ্গে।

বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে বলা হয়, শুরু করার পরে প্রথম বছরেই সাফল্য পেয়েছেন তারা। ফলে এই দুর্দান্ত সাফল্য উদযাপন করতে পেরে তারা খুবই আনন্দিত।
পাশাপাশি জানানো হয়, জেন পরিবারকে বড় করার জন্য অতিথিদের একটি গোল্ড মেম্বারশিপ কার্ড দেওয়ার পরিকল্পনা তারা করেছেন। যা অতিথি ও হোটেলের মধ্যে একটা শক্তিশালী বন্ধন ও সম্পর্ক গড়ে তুলবে।
এই কার্ডের জন্য এককালীন ২৫,০০০ টাকা দিতে হবে। যার ফলে রুম, ব্যাংকোয়েট ও রেস্তোরাঁ বুকিং-এর জন্য সারা বছর ২৫% ছাড় পাওয়া যাবে।

অতিথিবৃন্দ

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।