অভিনব কায়দায় সোনা চুরি নবগ্রামে
এনএফবি, মুর্শিদাবাদঃ
অভিনব পদ্ধতিতে সোনা চুরি।গহনা পরিস্কারের নাম করে তিন ভরি সোনা নিয়ে চম্পট দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগমারা গ্রামে।
সোমবার এলাকায় দুই গৃহবধূকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বিনা খরচে একটি সাদা পাউডার দিয়ে অলঙ্কার পরিস্কারের প্রস্তাব দেয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তির সেই প্রস্তাবে রাজি হয়ে গৃহবধূ হিরা বিবি আড়াই ভরি ও মঞ্জিলা বিবি এক জোড়া কানের দুল মিলিয়ে মোট তিন ভরির অলঙ্কার পরিস্কার করার জন্য দেন।

সাদা পাউডারের ভেতরে অলঙ্কারগুলি দশ মিনিট রাখার কথা বলে সেই ব্যক্তি চলে যায়। তিন থেকে চার মিনিট হওয়ার পর দুই গৃহবধূ পাউডার এর প্যাকেট খুলে দেখে সেই প্যাকেটে তাদের অলঙ্কারগুলি নেই। ততক্ষণে সেই ব্যক্তি গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
ঘটনা জানাজানি হতেই জানা যায়, সে আরও কয়েকটি বাড়িতে এই কথা বলেছিল।এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় সৃষ্টি হয়। খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। পুলিশ সেই ব্যক্তির সন্ধান চালাচ্ছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।