স্থানীয়

ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব ঘুরে দেখলেন সরকারি আধিকারিক

এনএফবি, কোচবিহারঃ

আগামী ৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ৩৩ তম রাজ্যে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মঞ্চ সহ বাকি কাজ কর্ম খতিয়ে দেখলেন রাজ্যে ভাওয়াইয়ার অন্যতম সদস্য তথা এনবিএসসিটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

সব কাজ খতিয়ে দেখে তিনি বলেন, “বৃষ্টির মধ্যেও সব কাজ খুব ভালো হচ্ছে আশা করি আগামী ৮ এপ্রিলের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে এবং বৃষ্টির জন্য সবরকম প্রোটেকশন নেওয়া আছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সমস্যা হলেও জোর কদমে এগিয়ে চলছে রাজ্য ভাওইয়া উৎসবের মঞ্চ তৈরির কাজ। উল্লেখ্য, গতবছর ৩২ তম রাজ্য ভাওইয়া সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল মাথাভাঙ্গা মহাকুমার গোসাইরহাট উচ্চ বিদ্যালয় মাঠে।

এবছর ৩৩ তম রাজ্য ভাওইয়া সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চান্দামারী প্রানোনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে। সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে।