জাতীয়ফিচার

দেশ বিরোধী সম্প্রচারের অভিযোগে ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ব্লক করল নয়াদিল্লি

এনএফবি, নিউজ ডেস্কঃ

কুড়িটি ইউটিউব চ্যানেল ও দুটি ওয়েবসাইট ব্লক করল নয়াদিল্লি। সংবাদ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং গোয়েন্দা সংস্থা গুলির সঙ্গে সমন্বয় রেখে সোমবার কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তান থেকে ওই ওয়েবসাইট এবং চ্যানেলগুলি পরিচালনা করা হত বলে খবর। ভারত সম্পর্কিত বিভিন্ন ভুয়ো খবর ছাড়ানোর অভিযোগ ছিল। ইউটিউব চ্যানেলগুলিতে কাশ্মীর, ভারতীয় সেনা, রামমন্দির, জেনারেল বিপিন রাওয়াত, সংখ্যালঘু সম্প্রদায়-সহ বিভিন্ন বিষয়ে বৈষম্যমূলক তথ্য সম্প্রচার করা হচ্ছিল বলে জানা যায়। যে সমস্ত গোষ্ঠী এই চ্যানেলগুলি পরিচালনা করত, তার মধ্যে একটি হল, ‘নয়া পাকিস্তান’।