অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ফের সন্দেশ ঝিঙ্গাল এল এটি কে মোহনবাগানে। তাকে লোনে নিল সঞ্জীব গোয়েঙ্কারা। গত বছর বাইরের ক্লাবে খেলার জন্য এটি কে মোহনবাগান ছাড়েন তিনি। ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এইচএনকে সিবেনিকে খেলতে গিয়েছিলেন সন্দেশ। কিন্তু নতুন ক্লাবে যোগ দেওয়ার দিন তিনেক পরই চোটের কবলে পড়েছিলেন সন্দেশ। সিবেনিকের হয়ে রিজেকা এফসির বিরুদ্ধে প্রথম মাঠে নামার কথা ছিল সন্দেশের। কিন্তু এর আগে অনুশীলন করার সময় কাফ মাশলে চোট পেয়েছিলেন তিনি। এরপর চোট সারিয়ে তিন ম্যাচে বেঞ্চে জায়গা পেলেও মাঠে নামার সুযোগ পাননি। ক্লাবের শেষ পাঁচ ম্যাচে তো বেঞ্চে জায়গায় পাননি। তাই ফের একবার পুরনো ক্লাবে ফিরে এলেন সন্দেশ।এখনও ভাল অবস্থায় নেই সবুজ মেরুন। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের ঝুলিতে। ১৮টি গোল হজম করেছে তারা। এবারে সন্দেশকে পেয়ে আশার আলো সবুজ মেরুন শিবিরের।