ক্রীড়া

সৌরভকে শুভেচ্ছা তিন প্রধানের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম প্রেম কিন্তু ফুটবলই। ছোট বেলায় প্রথম ফুটবলই খেলতেন মহারাজ। আর বাঙালির সেরা খেলা ফুটবলে, বাঙালির অন্যতম সেরা আইকন সৌরভকে কিন্তু তার ৫০ তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলল না বাংলার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের হয়ে সৌরভ ক্রিকেটও চুটিয়ে খেলেছেন। এদিন এক সাক্ষাৎকারে ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানালেন,” সৌরভ যখন প্রথম ভারতীয় দলে খেলে ও ইস্টবেঙ্গল প্লেয়ার ছিল। যখন ভারতীয় ক্যাপ্টেন হয় তখনও ইস্টবেঙ্গল প্লেয়ার ছিল। সেই কারণে বিষয়টা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে একটা গর্বের। সৌরভের যেমন রক্তে লড়াই ইস্টবেঙ্গল ক্লাবেরও তেমনই রক্তে লড়াই।” এদিকে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানালেন,” সৌরভ সবকিছুর ঊর্ধ্বে সৌরভ মানে আবেগ। বাঙালীর রক্তে যেমন ইস্টবেঙ্গল -মোহনবাগান তেমনই বাঙালির চেতনা মননে সৌরভ। উত্তম কুমারের পরে এত জনপ্রিয় বাঙালি আমি দেখিনি।” এদিকে মহামেডান শীর্ষকর্তা কামারুদ্দিন জানালেন,” সৌরভকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুক সুস্থ থাকুক। বাংলা শুধু নয় গোটা ভারতের কাছে ও একজন আইকন। আমাদের মহামেডান ক্লাবের কাছে একটা গর্বের বিষয় সৌরভ অন্য ক্লাবের সমর্থক হয়েও প্ল্যাটিনাম যুবলী ম্যাচে মহামেডান জার্সি পরে মাঠে নেমেছিল আমাদের কাছে বিষয়টা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

প্রসঙ্গত সৌরভ ফুটবলের ভীষণ ভক্ত। ফুটবল বিশ্বকাপ দেখতে বিদেশে যাওয়াই শুধু নয় আইএসএলে এটিকে দলের কর্ণধারও ছিলেন মহারাজ। তাকে নিয়মিত মাঠে দেখা যেত কলকাতার ম্যাচে। এরপর বি সি সি আই সভাপতি হওয়ার পরে স্বার্থের সংঘাতের কারণে এটিকে মালিকানা ছেড়ে দেন মহারাজ। শুধু তাই নয় কিছুদিন আগে অবধি ইনভেস্টর পেতে অসুবিধা হচ্ছিল ইস্টবেঙ্গল ক্লাবের, সৌরভ উদ্যোগ নেন ম্যানচেস্টার ইউনাইটেডকে লাল হলুদ ক্লাবে আনতে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইমামির নাম ইস্টবেঙ্গলের ইনভেস্টর হিসেবে ঘোষণা করায় ম্যান ইউ আর আসেনি লাল হলুদে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।