ফ্রান্স ম্যাচে পেনাল্টি মিস সারা জীবন ভুলতে পারবেন না হ্যারি ক্যান

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপের স্মৃতি এখনও দগদগে ফুটবল প্রেমীদের। আর সেটা ভুলতে পারেননি ফুটবলাররাও। শেষ আটে ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচ অন্যতন কঠিন লড়াইয়ের সাক্ষী থাকে। আর সেই ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি মিস করেন ব্রিটিশ গোলমেশিন হ্যারি ক্যান। আর তার ফলে ইংল্যান্ড ম্যাচ হারে ২-১ ব্যবধানে।

এদিন হ্যারি জানালেন, সেই ফ্রান্স ম্যাচের আক্ষেপ যাচ্ছে না তার। সেই পেনাল্টি মিস আমি সারা জীবন মনে রাখব। তবে সেটা খেলারই অঙ্গ। কিন্তু সেটা আমার ফুটবল জীবনে বা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে না। প্রতিনিয়ত উন্নতির চেষ্টা করে যাব। ঘটনাটা ঘটার পর আমি যত তাড়াতাড়ি সম্ভব খেলায় ফিরতে চেয়েছিলাম। যাতে ওটা আমার মাথা থেকে বেরিয়ে যায়। তবে এটা সঙ্গে নিয়েই চলতে হবে। আমার জন্য খুব কঠিন মুহূর্ত ছিল। ম্যাচের ওই সময় পেনাল্টি মিসের ঘটনা মেনে নেওয়া সহজ নয়। তবে সবকিছুই খেলার অঙ্গ।

বিশ্বকাপের পর টটেনহ্যামে ফিরে তিন ম্যাচে তিন গোল করেন হ্যারি কেন। বুধবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে জোড়া গোলও করেন।

এই প্রসঙ্গে কেন বলেন, “ফ্রান্স ম্যাচের পর কিছুদিন ফুটবলের থেকে দূরে ছিলাম। কিন্তু সেটা আমার সাফল্যের খিদে আরও বাড়িয়ে দিয়েছে। তাই ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে এই জয় খুব দরকার ছিল।”

গ্যারেথ সাউথগেটের ২০২৪ ইউরো পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান ইংল্যান্ডের অধিনায়ক। হ্যারি কেন বলেন, ” আমি খুবই খুশি। উনি দারুণ কোচ। আমাদের কিছু অপূর্ণ কাজ রয়েছে। অনেকবার তীরে গিয়েও তরী ডুবেছে। বিশ্বকাপে আমরা শক্তিশালী ছিলাম। কিন্তু কিছু ছোটখাট ভুলের খেসারত দিতে হয়েছে। একই দল এবং কোচিং স্টাফ রেখে এবার ইউরোতে চেষ্টা করতে হবে।”

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।