ফিচারস্থানীয়

হিলিতে সুস্বাদু মিষ্টি মুসাম্বি লেবু ফলিয়ে নজির গড়লেন হাসান

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের উজাল গ্রামে নিজের বাড়ির পেছনে ১০ শতক জায়গায় দুই বছর আগে পরীক্ষামূলক ভাবে চাষ শুরু করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন কৃষক হাসান মন্ডল ৷

জানা গিয়েছে, হিলি কৃষি দপ্তরের তরফে আতমা প্রকল্পের মাধ্যমে ব্লকের কিছু কৃষককে মুসাম্বি ফলের চারা বিতরণ করা হয় ৷ হাসান বাবু সেই চারা রোপণ করার এক বছরের মাথায় গাছে ফলন হয় ৷ যদিও প্রথমে তিনি ভেবেছিলেন এই মাটির মুসাম্বি ফল টক হবে ৷ তবে এই মুসাম্বি ফল খেয়ে অবাক সকলে ৷ ফলের স্বাদ এত মিষ্টি এবং সুস্বাদু যা মহারাষ্ট্র ,নাসিকের মুসাম্বি ফলের থেকেও মিষ্টি ৷

নিজস্ব চিত্র

মুসাম্বি লেবুর ফলন প্রসঙ্গে ওই কৃষক বলেন, একটি গাছ থেকে প্রায় ৩০কেজি করে মুসাম্বি ফল পাচ্ছেন তিনি ৷ পাশাপাশি বাজারে নিয়ে যেতেই ফল ব্যবসায়ীরা ভালো দামে ক্রয় করছেন ওই মুসাম্বি ৷
এই প্রসঙ্গে হিলি ব্লকের কৃষি আধিকারিক আকাশ সাহা বলেন, “হাসান বাবু মুসাম্বি ফল চাষ করে নজির তৈরি করেছেন ৷ ব্লকের বাকি কৃষকরাও মুসাম্বি ফলের ফলন দেখে চাষে আগ্রহী হচ্ছেন ৷”

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।