পথ দুর্ঘটনায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ ১

এনএফবি, মুর্শিদাবাদঃ

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী-সহ এক মহিলা। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে, বড়ঞা থানার অন্তর্গত হরিবাটি এলাকায়।
জানা গেছে, পরীক্ষা দিয়ে নিজেই বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা ধাক্কা মারে কুলি সাধারণ বিদ্যাপীঠের ছাত্র খালিদ হোসেন শেখ। খালিদ আন্দি লালচাঁদ ছাজের উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল। খালিদ ছাড়াও এই ঘটনায় আহত হন পথচারী মানোয়ারা বিবি।

দুজনকেই এলাকার বাসিন্দারা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা দু’জনেই সেখানে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনায়ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।