ফিচারস্থানীয়

ফরাক্কায় লরির ধাক্কায় মৃত্যু হোম গার্ডের

এনএফবি, মুর্শিদাবাদঃ

কর্মরত অবস্থায় লরির ধাক্কায় মৃত্যু হল ফরাক্কা থানার এক হোম গার্ডের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায় মৃত হোম গার্ডের নাম গৌতম সরকার (৩৯), বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারলালপুর গ্রামে।
পুলিশ সূত্রের খবর, শনিবার ভোররাতে জাতীয় সড়কে পুলিশের গাড়িতে কর্মরত ছিল গৌতম সরকার। ভোররাতে ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় নিহত একটি মৃত দেহকে সামশেরগঞ্জ থানা এলাকায় রেখে নিউ ফরাক্কার দিকে আসছিল পুলিশ গাড়িটি। খোশালপুরে জাতীয় সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে প্রকৃতির টানে রাস্তার অপর প্রান্তে যান গৌতম বাবু। সেই সময় একটি মালদাগামী লরি অপর একটি লরিকে বাম দিক দিয়ে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হোম গার্ড গৌতম সরকারকে ধাক্কা মারে। হোম গার্ড গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। ঘাতক লরিটিকে আটক করেছে ফরাক্কা থানার পুলিশ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফরাক্কা থানা এলাকায়।