আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা হংকংয়ের
এনএফবি,নিউজ ডেস্কঃ
ভারত-সহ আটটি দেশ থেকে আসা আন্তর্জাতিক বিমান অবতরণের উপর নিষেধাজ্ঞা জারি করল হংকং। করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন ঠেকাতে এই উদ্যোগ বলে জানা গেছে। ৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
হংকংয়ের চিফ এগজিকিউটিভ ক্যারি ল্যাম চেং বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার থেকে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্থান, ফিলিপিন্স, ব্রিটেন এবং আমেরিকা থেকে কোনও বিমানকে হংকংয়ে নামতে দেওয়া হবে না। ভায়া ট্রান্সজিটও কোনও পর্যটক হংকংয়ে ঢুকতে পারবেন না। আপাতত দু’সপ্তাহের জন্য এই নির্দেশ কার্যকর থাকবে।
[:en] [:]