অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি
এনএফবি, আলিপুরদুয়ারঃ
বাড়িতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ির ভাদোয়াটারি এলাকার সীতামনি উরাও-এর বাড়িতে আগুন লাগে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকলকে। স্থানীয় বাসিন্দা এবং দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সীতামনি উরাও জানান, ঘরে রাখা প্রায় ৮০ হাজার টাকা পুড়ে গেছে এবং পরিবারের সকলের প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে গিয়েছে বলে জানান তিনি।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।