ভূতনিতে ভস্মীভূত বাড়ি

এনএফবি, মালদাঃ

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হল বেশ কয়েকটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার ভূতনি থানার ভীমটোলার এলাকায়।

ঘটনার খবর পেয়ে ভুতনি থানার পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় চেষ্টার পর বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় পুরো গ্রাম। যদিও ঘটনায় প্রায় পাঁচটি বাড়ির বেশি ক্ষতি হয় এবং বেশ কয়েকটি বাড়ির সামান্য ক্ষতি হয় বলে জানা গেছে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসাবধানতার কারণে রান্নাঘর থেকে কোনভাবে আগুন লাগে এরপর এই আগুনটি গ্রামে ছড়ায়। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে প্রাথমিক অনুমান।