বিনোদন

মহাকাল মন্দিরের প্রসাদ ঘিরে হৃত্বিক রোশনের আপত্তি কর বিজ্ঞাপন, ক্ষুব্ধ মন্দির কর্তৃপক্ষ

এনএফবি, ওয়েব ডেস্কঃ

হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মহাকাল মন্দিরের দুই পুরোহিত অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোকে বিজ্ঞাপন তুলে নিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ৷

জানাগেছে, ঐ বিতর্কিত বিজ্ঞাপনে হৃত্বিক রোশন অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর মাধ্যমে মহাকাল মন্দিরের থালি অর্ডার করেছেন ৷ কিন্তু দ্বাদশ জোতির্লিঙ্গের অন্যতম মন্দির হল উজ্জয়িনীতে অবস্থিত এই মহাকাল মন্দির ৷ মহাকাল মন্দিরের সভাপতি আশীস সিং জানান, এই মন্দিরের থালি বিনামূল্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ৷ তা কখনোই টাকার বিনিময়ে বিক্রি করা হয়না ৷ তাঁর আর ও অভিযোগ এই ধরণের বিজ্ঞাপন হিন্দু ধর্মের ভাবাবেগ কে আঘাত করেছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিজ্ঞাপন তুলে নিতে হবে এবং ঐ সংস্থা কে তাদের এই ধরণের বিভ্রান্তকারী প্রচারের জন্য ক্ষমা চাইতে হবে ৷