আলুবোঝাই লরি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেপ্তার ৪

এনএফবি, মুর্শিদাবাদঃ

আলুবোঝাই লরি থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। একটি আলু ভর্তি লরি দাঁড় করিয়ে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৪৫ কেজি গাঁজা। তারপরেই গাড়ির চালক-সহ তিনজনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায় এ দিন বহরমপুর হয়ে আলুভর্তি লরি নওদার দিকে যাচ্ছিল। যাওয়ার সময় ব্রিজ সংলগ্ন এলাকায় লরি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চলে। উত্তর না দিতে পারায় গাড়িতে তল্লাশি চালানো হয়। এত পরিমাণে গাঁজা কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবং কোথায় পাচার করার উদ্দেশ্য বা এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।