ক্রীড়া

হায়দ্রাবাদের বোলিং কোচ ডেল স্টেইন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলের সৌজন্যে অবসর নেওয়ার পরও ফের মাঠে ফেরার সুযোগ পেয়েছেন ডেল স্টেইন। আর তাতেই আপ্লুত দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন তারকা ক্রিকেটার। গত বছরের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি। এবার আইপিএলের মঞ্চে অন্য ভূমিকায় দেখা যাবে ডেল স্টেইনকে। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচের ভুমিকায় এবার ডাগ আউটে মুতাইয়া মুরলীথরণ, টম মুডিদের পাশে পাশে বসবেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদে আসার প্রসঙ্গে ডেল স্টেইন জানিয়েছেন, “আমি সত্যিই খুব খুশি ভারতে ফের ফিরতে পেরে। এর আগেও বেশ কয়েকবার ভারতে এসেছি। এবার আসার জন্য মুখিয়ে ছিলাম। এয়ারপোর্ট থেকে যাওয়ার সময়ই একেক স্মৃতিরা ভিড় করে আসছিল”।এছাড়াও স্টেইন আরও জানান, “এর আগেও এখানে বহুবার এসেছি। কখনও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হয়ে আবার কখনও আইপিএল খেলার জন্য। তবে এবার এখানে এক সম্পূর্ণ আলাদা ভূমিকায় দেখা যাবে আমাকে। কোচিংয়ের দায়িত্ব রয়েছে আমার ওপর। সেই দায়িত্ব পাওয়ার জন্যও যথেষ্ট উচ্ছ্বসিত রয়েছি। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।”

গতবছর আইপিএলে সময়টা একেবারেই ভাল যায়নি সানরাইজার্স হায়দ্রাবাদের। প্লে অফের গন্ডী যেমন টপকাতে পারেনিন তারা। তেমনই প্রতিযোগিতার মাঝেই অধিনায়ক ডেভড ওয়ার্নারের সঙ্গে ঝামেলায় জড়ানো। অধিনায়ক বদলও করেছিল তারা।আগামী ২৯ মার্চ আইপিএলের মঞ্চে যাত্রা শুরু করবে সানরাইজার্স হায়দ্রাবাদ।

আরও পড়ুনঃ শীঘ্রই সংশয় কাটবে চাহারের আইপিএলে নামা নিয়ে