ক্রীড়া

ওয়ার্নকে মিস করি, ও আমার থেকে বড় স্পিনারঃ মুরলি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

পুজোর আগে লেজেন্ডস লিগ ক্রিকেট নিয়ে কলকাতায় তারকার মেলা। বৃহস্পতিবার বাইপাসের পাঁচতারা হোটেলে এক সাংবাদিক সম্মেলনে হাজির চার দলের প্রাক্তন ক্রিকেটার নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিতোরি, ইংল্যান্ড দলের লিয়াম প্লানকিট, ভারতের সান্তাকুমার শ্রীশান্ত, শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিথরণ। স্বাভাবিক ভাবেই প্রয়াত অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে এতো বড় তারকার টুর্নামেন্টে মিস করছেন সকলে। ওয়ার্ন বিষয়ে প্রশ্ন উঠতেই মুরলি জানালেন ওয়ার্নকে মিস করি। আমি মনে করতাম ওয়ার্ন আমার থেকে বড় বোলার কিন্তু আমরা সবাই ওকে মিস করব।’ শ্রীলঙ্কা দলের এশিয়া কাপ জেতা প্রসঙ্গ নিয়ে মুরলি জানালেন, কয়েকবছর ভালো পারফরমেন্স হয়নি। সেখান থেকে আমাদের দলের এই পারফরমেন্স সত্যি খুব ভালো। আমি টি২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে আশা করছি দল ভালো পারফরমেন্স করবে।’ শ্রীলঙ্কা দলের তরুণ স্পিনার হাসারাঙ্গা সবার নজর কেড়েছে এশিয়া কাপে। আগামী টি২০ বিশ্বকাপে কী মুরলি তাকে কোনো টিপস দিছেন। প্রাক্তন তারকা স্পিনার জানালেন হাসারঙ্গা খুব ভালো বল করছে। তাই আইপিএলে ভালো করেছে। তরুণ স্পিনার স্পিন বোলিং কোচ আছে তাই আমি বেশি উপদেশ দিই না। তবে অবশ্যই অস্ট্রেলিয়ার মাটিতে লেগস্পিনার ফিঙ্গার স্পিনারের থেকে বেশি সফল হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই।’

নিজস্ব চিত্র

কলকাতায় এসে অতীতে বাংলা দলে কাজ করেছেন মুরলি সেই স্মৃতিতে গিয়ে জানালেন, আমি কলকাতায় বাংলা দলে অনেক কাজ করেছি খুব কাছ থেকে দেখেছি কলকাতাকে। বাংলা ক্রিকেট গাঙ্গুলির হাতে পড়ে পাল্টেছে।’ লেজেন্ডস লিগ নিয়ে মুরলি জানালেন, এখনকার প্রজন্মর অনেকে তারকা এই ক্রিকেটারদের খেলা দেখেনি তাঁদের কাছে বড় সুযোগ ফের তাঁদের খেলা দেখার।’

অবসর নিলেন ফেডেরার – NF Bangla Private Limited (newsfrontbangla.com)

আগামী ১৬ ও ১৭ তারিখ ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট উৎসব। ইতিমধ্যেই অনলাইনে ম্যাচের টিকিট বুকিং করে ফেলেছেন বহু দর্শক। বি,সি,কে,এল গেটের টিকিট দেওয়া হবে দর্শকদের। পাশাপাশি ম্যাচের দিন খোলা থাকবে ইডেনের ক্লাব । সব মিলে পুজোর আগেই উৎসবের মেজাজে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। ইডেনের ক্লাব হাউসে বসেছে নতুন চেয়ার। লাল, হলুদ, নীল রঙের বাকেট সিট বসল ইডেন গার্ডেন্সের ক্লাবহাউসে দূর থেকে ওই আসনগুলোকে দেখলে ‘CAB’ লেখা ফুটে উঠবে। নতুন ভাবে সেজে উঠেছে ইডেন। এ বছর ৭৫তম স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব। সেই উপলক্ষ্যে ১৬ সেপ্টেম্বর ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে চ্যারিটি ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।