রাজ্য

মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে হলে আকাশপথে যেতে হবেঃ শুভেন্দু

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রবিবার রামপুরহাট নিয়ে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় বিজেপির পক্ষ থেকে। এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, “ভোট পরবর্তী হিংসা থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। গণতন্ত্র বিলুপ্ত হতে চলেছে। যার কারণে কেন্দ্রের হস্তক্ষেপের প্রয়োজন, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জী সম্পূর্ণ রূপে ব্যর্থ। রাজ্যের ল অ্যান্ড অর্ডার শেষ। অতএব মুখ্যমন্ত্রী এখনই পদত্যাগ করুন।”

শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা।

রাজ্যের কোথাও গণতন্ত্র নেই। ভোট গুলোতেও কারচুপি চলছে। দিদিকে বল টোল ফ্রি নম্বর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ” উনি গোয়া গেছেন চাটার্ড ফ্লাইটে, অখিলেশের প্রচারে গেছেন চাটার্ড ফ্লাইটে। আর বিজেপি নেতারা গাড়িতে ৭-৮ ঘণ্টা ধুলো খেতে খেতে গেছেন।” মমতা ব্যানার্জীর দেখা সাধারণ মানুষ পাবেনা, ওর কাছে পৌঁছতে গেলে আকাশ পথে মানে স্বর্গে পৌঁছে যেতে হবে। এমনটাই মন্তব্য করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।