জেলাফিচার

অবৈধভাবে সরকারি বৃক্ষ নিধন, অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে

এনএফবি, মুর্শিদাবাদঃ

রাজ্য সড়কের ধারে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠল হরিহরপাড়ার চোঁয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধানের স্বামী ও স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। গত কয়েক দিন ধরে হরিহরপাড়া আমতলা রাজ্য সড়কের ধারের প্রায় পনেরোটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে সোমবার সকালে গজনীপুর এলাকায় পৌঁছন হরিহরপাড়া বিডিও রাজা ভৌমিক-সহ প্রশাসনের কর্তারা। তারপর অবৈধভাবে গাছ কাটার কাজ বন্ধ হয়। অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের কর্তারা। বন দফতরের অনুমতি না নিয়ে গাছ কাটার ফলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।