অবৈধ কাটিং তেলের গোডাউনে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য কোলাঘাটে

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

গ্রামের ভিতরে প্রশাসনের নজর এড়িয়ে কাটিং তেলের ব্যবসা চালিয়ে যেত কিছু অসাধু ব্যক্তি, সেই কাটিং তেলের গোডাউনে বিধ্বংসী আগুন ঘটনায় গুরুতর আহত এককর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে।

জানা গিয়েছে, কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে একটি পেট্রল ডিজেলের গোডাউনে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রাথমিক অনুমান সিগারেটের আগুন থেকে আগুন লাগে গোডাউনে। এই ঘটনায় একজন জখম হয়। বেশ কিছু অংশ পুড়ে যায়।

ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ আসে। আসেন তমলুকের এসডিপিও সাকিব আহমেদ। আগুন এই মুহুর্তে কিছুটা নিয়ন্ত্রনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের ভিতরে একটি বাড়ির সামনেই সুকদেব প্রামানিকের অবৈধ তেল কাটিং এর ব্যবসা।

আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গোডাউন ও একটি মোটর বাইক। ওই কর্মী গুরুতর আহত হয় তাকে স্থানীয় কোলাঘাট পাইকপড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

1 thought on “অবৈধ কাটিং তেলের গোডাউনে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য কোলাঘাটে

Comments are closed.