ক্রীড়া

অস্ট্রেলিয়ায় আমিই সিদ্ধান্ত নিই কৃতিত্ব অন্য কেউ নেয়, বিরাটকে ঠুকলেন রাহানে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতের প্রাক্তন টেস্ট দলের সহ অধিনায়ক তিনি। কিন্ত ব্যাট হাতে অফ ফর্ম থাকার জন্য টেস্ট দলের সহ অধিনায়কের পদ আর নেই আজিঙ্ক রাহানের। টানা ব্যর্থতার জেরে এবারে টেস্ট দলের প্রথম একাদশে থাকা নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে। যদিও এই সব নিয়ে চিন্তিত নন রাহানে। বরং গত বছর বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট ভারত হারে। আর কোহলি তার সন্তান হওয়ার জন্য দেশে ফেরে। তখন সবাইকে অবাক করে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারায় ভারত। সামনের থেকে দলকে নেতৃত্ব দেন রাহানে। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে রাহানে সাংবাদিক বরিয়া মজুমদারের এক অনুষ্ঠানে জানান, “যখন লোকে বলে আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, আমি তখন হাসি। যারা খেলাটা জানে, তারা এমনটা বলে না। সবাই জানে অস্ট্রেলিয়ায় কী হয়েছিল। এমনকী তার আগেও লাল বলের ক্রিকেটে আমার অবদান মানুষ জানে। তারা বিবেচকের মতোই কথা বলবে। আমি জানি অস্ট্রেলিয়া সিরিজে আমি কী করেছিলাম। কৃতিত্ব নেওয়া আমার ধাতে নেই। অস্ট্রেলিয়ায় কিছু সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম, কৃতিত্ব নিয়েছে অন্য কেউ। আমার কাছে সিরিজ জেতা গুরুত্বপূর্ণ ছিল। ব্যক্তিগত কৃতিত্ব নেওয়া নয়।”

আরও পড়ুনঃ এখানেই থামতে নারাজ কোলাসো,মনবীর

২০২০-২১ বর্ডার-গাভাস্কর ট্রফি জয়ের কথা ভুলতে পারবেন না। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল অ্যাডিলেডে। বিরাট কোহলির নেতৃত্বে ভারত ৮ উইকেটের লজ্জার হার হজম করেছিল। কিন্তু এর পরের তিনটি টেস্টে বিরাট ক্যাপ্টেন ছিলেন না। ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছিলেন তিনি। দলের দায়িত্ব সামলান রাহানে। অ্যাডিলেডের হারের জবাব দ্বিতীয় টেস্টেই দিয়েছিল রাহানের ভারত। মেলবোর্নে রাহানের ঝকঝকে সেঞ্চুরিতে ভর করে ভারত দুরন্ত ভাবে সিরিজে প্রত্যাবর্তন করে। আট উইকেটে হারের জবাব ভারত আট উইকেটে জিতেই দিয়েছিল। এরপর সিডনিতে তৃতীয় টেস্ট ড্র হয়ে যায়। এরপর গাব্বায় ঋষভ পন্থের মহাকাব্যিক ইনিংসে ভর করে ভারত চতুর্থ তথা শেষ টেস্ট তিন উইকেটে জিতে ইতিহাস লেখে। গত বছর ১২ টেস্টে মোট ৪১১ রান করেছেন রাহানে। যদিও বারবার তার পাশেই দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও ঘরোয়া ক্রিকেট ও আইপিএল কে ফর্ম ফিরে পাওয়ার জায়গা হিসেবে দেখছেন ভারতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার। এখন রাহানের হারানো ব্যাটিং ফর্ম ফিরে পাওয়ার জন্য প্রহর গুনছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।