ফিচারস্থানীয়

বহরমপুরে পুর প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি

এনএফবি, মুর্শিদাবাদঃ

পুর ভোটের আগেই উত্তেজনা। বাড়ি বয়ে কংগ্রেস প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি। অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে।

বুধবার গভীর রাতে জাতীয় কংগ্রেসের পুর প্রার্থী টুম্পা সরকারের বাড়িতে ঘটেছে। বহরমপুর পুর এলাকার ৩ নং ওয়ার্ডের মোহনরায় পাড়ার ঘটনা।

টুম্পার স্বামী পিনাকী সরকারের অভিযোগ, স্ত্রী’র নমিনেশন পত্র তুলে নেওয়ার জন্য চাপ দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। রাত্রে নির্বাচনী প্রচার সেরে মোটর বাইকে বাড়ি ফেরার পথে দেখতে পান তার বাড়ির কাছাকাছি এলাকার রাস্তার লাইট অফ। কয়েকজন যুবক অন্ধকারে ঘোরাঘুরি করছিল। পিনাকী সরকার বাড়িতে ঢুকে গেলে। তার সদর দরজায় ঠকঠক করে আওয়াজ হওয়ায়, দরজা খুলতেই তাকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চালানো হয়৷ পিনাকী সরকার দরজা বন্ধ করে বাড়ির ভিতরে ঢুকে পড়ায় তিনি প্রাণে বেঁচে যান। বন্দুকের গুলি তার শরীর স্পর্শ করতে পারে নি৷

ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে যান৷ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

যদিও তৃণমূলের স্থানীয় ওয়ার্ড সভাপতি মিন্টু ঘোষ সংবাদমাধ্যমের কাছ থেকেই ঘটনার কথা শুনলেন জানিয়েছেন। একইসঙ্গে তিনি কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেন।