জেলা

বৃষ্টির আশায় প্রাচীন প্রথা মেনে ব্যাঙের বিয়ের আয়োজন বালুরঘাটে

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মালঞ্চা গ্রামে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসীরা ৷

আষাঢ় মাস এসে গেলেও বৃষ্টির দেখা নেই । তাই গ্রামবাসীরা প্রথা মত ব্যাঙের বিয়ে দিলে অতি শীঘ্রই বৃষ্টি হবে মনে করে গত কাল রাত্রে ব্যাঙের বিয়ে দেয়। উক্ত অনুষ্ঠানে বাজনা সহ সব রকম রীতি পালন করা হয়েছে ।ছিল খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় আয়োজন। পুরোহিত ডেকে বিয়ে দেওয়া হয়। ছিল বরযাত্রীদের অভ্যর্থনার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা, যা বাস্তবে বিয়েতে প্রত্যক্ষ করা যায়,রীতি মেনে বিয়ে দিয়ে কনেপক্ষ ও বরপক্ষ কে বিদায়ও জানানো হয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।