মহানগরলেটেস্ট

নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের পক্ষ থেকে বাইক বাহিনীর উদ্বোধন

এনএফবি, কলকাতাঃ

শহর কলকাতার মানুষকে একশো শতাংশ নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের পক্ষ থেকে ১০০ ডায়াল সার্ভিস চালু আছে।
এর জন্য প্রায় ৫৬টির বেশি পিসিআর ভ্যান যার মধ্যে জিপিএস ট্রেকিং সিস্টেম-সহ উন্নত মানের প্রযুক্তি ইনস্টল করা আছে। যার মাধ্যমে এরিয়া লোকেশন, গাড়ির লোকেশন দ্রুত ট্রাকিং করে সেইস্থানে পৌঁছে বিপদে পড়া মানুষকে উদ্ধার করা সম্ভব হয়।

বিনীত কুমার গোয়েল, নগরপাল। নিজস্ব চিত্র

এই ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে এবার একশোটি বাইকের এক বাহিনীর উদ্বোধন করা হল শুক্রবার।
এর ফলে ১০০ ডায়াল ব্যবস্থাকে আরও উন্নত ও দ্রুত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ায় লক্ষ্য বলে সংবাদমাধ্যমকে জানালেন নগরপাল বিনীত কুমার গোয়েল। প্রতিটি বাইকে একটি উন্নত মানের ট্যাব ইন্সটল করা থাকবে। যার মাধ্যমে জিপিএস সিস্টেম, ভেইকেল ট্র্যাকার সিস্টেম-সহ একাধিক ব্যবস্থা ইনস্টল করা রয়েছে। ১০০ ডায়াল করলেই এবার শহর কলকাতার গলিঘুঁজি থেকে শুরু করে যেকোনও স্থানে অতি দ্রুত উদ্ধারকারী পুলিশের দল পৌঁছতে পারবে এই বাইক সার্ভিসের মাধ্যমে।