জেলা

হলদিয়ায় কচুরিপানার তৈরি হস্তশিল্প প্রকল্পের উদ্বোধন

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া রিফাইনারীর সিইআর প্রকল্পের অধীনে একটি অনন্য উদ্যোগে কচুরিপানার তৈরি হস্তশিল্প প্রকল্পের উদ্বোধন করলেন হলদিয়া রিফাইনারীর এক্সিকিউটিভ ডাইরেক্টর।

প্রসঙ্গত, পরিবেশ ও মানব সম্প্রদায়ের উন্নয়নের প্রতি দায়বদ্ধতার নিরিখে এবং সুরক্ষা ও সংরক্ষণের বিষয়টির ওপর গুরুত্ব দিতে হলদিয়া রিফাইনারী কচুরিপানার তৈরি হস্তশিল্প প্রকল্প চালু করেছে হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদের অধীনে বাসুদেবপুর গান্ধী আশ্রমে। পুকুরে কচুরিপানা এক ধরণের আক্রমণাত্মক ভাসমান উদ্ভিদ যা জলাশয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি জলাশয়ের ক্ষতি করে, ড্রেন এবং জল যাতায়াতে বাধা সৃষ্টি করে।

নিজস্ব চিত্র

হলদিয়া রিফাইনারীর কর্পোরেট পরিবেশ দায়বদ্ধতার অধীনে (সিইআর) হলদিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকার বঞ্চিত, অবহেলিত মহিলাদের ক্ষমতায়নের উদ্যোগ গ্রহণ করেছে হলদিয়া রিফাইনারী। এটি বহু মানুষের আয় ও জীবন-জীবিকার সাথে সাথে জলাশয় গুলিকে পরিষ্কার রাখতেও সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।