বহরমপুরে আয়কর হানা
এনএফবি, মুর্শিদাবাদঃ
বহরমপুরে আয়কর হানা। প্রায় ১৬ ঘণ্টা ধরে চলল তল্লাশি অভিযান। বহরমপুর নবগ্রাম এবং লালবাগে একযোগে এই অভিযান চলে। বারো আধিকারিকের একটি দল এই অভিযান চালান।
জানা গেছে, সোমবার সকাল ১১টার সময় বহরমপুর নবগ্রাম এবং লালবাগে আয়কর দপ্তরের আধিকারিকরা প্রবেশ করেছেন। বস্ত্র প্রতিষ্ঠান সুনীতার লালবাগ এবং বহরমপুর শাখার পাশাপাশি নবগ্রাম থানার অন্তর্গত পলসন্ডার রাইস মিলে একযোগে চলে তল্লাশি।
সূত্রের খবর, আয়ের সঙ্গে সঙ্গতি না থাকার জন্যই এই হানা। সমস্ত জায়গায় তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে।
দীর্ঘ সময় ধরে তল্লাশির পরে মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ প্রায় ১৬ঘণ্টা তল্লাশি চালানোর পরে আয়কর দফতরের অফিসারেরা সুনীতা বস্ত্র প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যান। যদিও বেরিয়ে যাওয়ার সময় তারা সংবাদমাধ্যমকে কিছু জানাননি।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।