এনএফবি, নিউজ ডেস্কঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের। এ দিন রাষ্ট্রসংঘে উদ্বেগ প্রকাশ করে ভারতের দাবি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সামরিক সংঘাত বাড়লে ধাক্কা খাবে শান্তি ও নিরাপত্তা। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ” বড়সড় সঙ্কট তৈরি করতে চলেছে রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতি। পরিস্থিতি বিপজ্জনক। তৈরি হতে পারে বড়সড় সংকট। বিঘ্নিত হতে পারে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি।” দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আর্জি জানিয়েছেন তিনি। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, সে বিষয়েও বার্তা দিয়েছে ভারত।
আরও পড়ুনঃ তৃতীয় বিশ্বযুদ্ধের ভ্রুকুটি! ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা রাশিয়ার