ক্রীড়া

লন বলে সোনা জয় ভারতের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এক পদকেই রাতারাতি ভারতে চর্চা শুরু হয়ে গেল লন বল নিয়ে। আর সোনা জিতে সেই লন বলকে প্রাসঙ্গিক করে তুললেন লাভলি চৌবে (Lovely Choubey), পিঙ্কি (Pinki), নয়নমণি শইকিয়া (Nayanmoni Saikia) ও রূপা রানি তিরকেরা (Rupa Rani Tirkey)। ভারতীয় ক্রীড়া জগতে খুলে গেল নতুন দিগন্ত।

কোয়ার্টারফাইনালে নরফ্লক আইল্যান্ডকে পরাস্ত করে ভারতের মহিলা দল। আর এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাস্ত করে। তখনই নিশ্চিত হয় পদক। তবে পদক নিশ্চিত হলেও হাল ছাড়তে নারাজ ছিলেন ভারতের চার মূর্তি। সোনাকেই পাখির চোখ করেছিলেন। আর সেটা ফল দিল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ হারাল ভারত। ফাইনালটা একদমই কঠিন ছিল না ভারতের জন্য। কড়া লড়াইয়ের মুখে ফেলে দক্ষিণ আফ্রিকা। কাঁধে কাঁধ দিয়ে লড়তে থাকে দুই দল। একবার ভারত পিছলে তারপর সমতা ফেরাচ্ছে। একবার এগিয়ে থাকা ভারত ১০-৮ এ পিছিয়ে যায়। সেই সময় দুর্দান্ত কামব্যাক করে ১০-১০ করে। পরে সেই এগিয়ে যাওয়াকে ধরে রেখে ১৫ করে। টানা ৭ পয়েন্ট তোলে ভারত। এতে খুশি ছিলেন না তাঁরা। আরও ২ পয়েন্ট তুলে সোনা নিশ্চিত করেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।