দাপুটে ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ফেরার লড়াই ভারতের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

আহমেদাবাদ টেস্টে তৃতীয় দিন দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করে ম্যাচে ফেরার লড়াই চালাচ্ছে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১০/১। তৃতীয় দিনের শেষে শুভমন গিলের ১২৮ রানের অনবদ্য ইনিংস এবং বিরাট কোহলির অপরাজিত ৫৯ রানের ইনিংসের উপর ভর করে ম্যাচে ফেরার পথে ভারত। এ দিন মাত্র তিনটি উইকেট হারায় ভারত। দিনের শেষে ভারতের রান ২৮৯/৩।

পুরো দিনটাই অজি বোলারদের উপর দাপট দেখায় ভারতীয় ব্যাটসম্যানরা। ভারতকে ম্যাচে ফেরাতে সব থেকে বড় ভূমিকা রেখেছেন শুভমন গিল। অস্ট্রেলিয়ার স্পিন এবং পেস অ্যাটাকের সামনে নিখুঁত দক্ষতার পরিচয় দিয়ে ১২৮ রান করেন শুভমন গিল। ১২টি চার এবং ১টি ছয় দিয়ে ইনিংস সাজিয়েছিলেন শুভমন। গিলের পাশাপাশি ৪২ রানের ইনিংস খেলেন চেতেশ্বর পূজারা এবং ৩৫ রান করেন রোহিত শর্মা। দিনের শেষে ক্রিজে রয়েছে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা। ৫৯ রানে ব্যাটিং করছেন বিরাট এবং তাঁর সঙ্গে ১৬ রান করে দিনের শেষে ড্রেসিং রুমে ফিরলেন রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট পেয়েছেন নাথান লিয়ঁ, ম্যাথু কুনেম্যান এবং টড মারফি।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

1 thought on “দাপুটে ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ফেরার লড়াই ভারতের

Comments are closed.