রাজ্য

খুলে গেল ইন্দো-বাংলা চেকপয়েন্ট

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বাঙালীর পয়লা বৈশাখের শুরুতে খুশির হাওয়া দুই বাংলার মানুষের মধ্যে। করোনা কালের মধ্যে গত দুই বছর ধরে বন্ধ থাকা ভারত বাংলাদেশ সীমান্তে পাসপোর্টের মাধ্যমে যাতায়ত। কিন্তু ভারত সরকারের অনুমোদনে আজ থেকে আবার খুলে গেল বাংলাদেশ সীমান্তে পাসপোর্টের মাধ্যমে যাতায়ত। যদিও ভারত বাংলাদেশ সীমান্ত আমদানি রফতানির জন্য বেশ কয়েক মাস আগে খোলা হলেও কিন্তু সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল ইন্দো-বাংলা চেকপয়েন্ট। যারফলে ওপার থেকে ভারতে আসা বহু মানুষ নানা রকম অসুবিধার সম্মুখ্যে পড়ছিল। যদিও পশ্চিমবঙ্গের বেনাপোল এবং পেট্রাপোল বন্দর খুলে গেলেও দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর সাধারণের জন্য পুরোপুরি বন্ধ ছিল। যার ফলে দুই দেশের মানুষের মধ্যে সমস্যা তৈরি হয়। কিন্তু আজ থেকে আবার যাতায়ত স্বাভাবিক হবার কারণে খুশির হাওয়া বইছে দুই দেশের নাগরিকদের মধ্যে।

শুরু হয়েছে পরিবহণ ব্যবস্থা। নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র