আহত শুভেন্দু

Injured Shuvendu

এনএফবি, কলকাতাঃ

আহত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সংবাদ সূত্রে জানা গেছে, বীরভূমে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আহত হন বিজেপি নেতা। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। যদিও শুভেন্দুর আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে।

বুধবার সিউড়িতে রাজ্য বিজেপির ডাকে আইন অমান্য কর্মসূচি ছিল। সিউড়ি সার্কিট হাউস থেকে জমায়েত হয়ে একটি মিছিল জেলা শাসকের অফিসের সামনে আসে। শুভেন্দু গাড়িতে করে জেলা শাসকের অফিসের সামনে পৌঁছে দলীয় কর্মসূচিতে যোগ দেয়। সেই সময় আচমকা পুলিশের একটি ব্যারিকেড তাঁর পায়ে পড়ে যায়। আঘাত পান তিনি। আহত হয়েও কর্মসূচিতে বক্তব্য রাখেন শুভেন্দু। সেখানে তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন। এ দিনের বক্তব্যের শেষে তিনি বলেন,” পায়ে ব্যরিকেড পড়ে গিয়েছিল। পা দেখিয়ে নিই। আমি কারোর বিরুদ্ধে অভিযোগ তুলছি না। আমি চিকিৎসা করিয়ে নিচ্ছি।“