এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
পুরভোটে জম জমাট পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ৷ তারই ফাঁকে তমলুকের বানপুকুর ধারে হলদিয়া উন্নয়ন পর্ষদ দ্বারা উন্নয়নের ফলকে তৎকালীন তৃণমূল কংগ্রেসের পরিবহন মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত ফলকের উপরে কেউ বা কারা কালি লেপে মুছে দিয়েছে নাম। যা নিয়ে চাপান-উতোর শুরু হয়েছে ৷
পুরযুদ্ধের যে রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম সৌমেন মহাপাত্রের তাম্রলিপ্ত পুরসভার উন্নয়ন নিয়ে একে অপরকে খোঁচা দিয়ে বক্তব্য রাখার পরিবেশ এত দিন দেখা যাচ্ছিল তার যেন আজ অবসান ঘটল । কারণ শনিবার দেখা গেল তমলুকের বানপুকুর সৌন্দর্যায়নের জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদের পাথরে ওপর লেখা শুভেন্দু অধিকারীর নামের ওপর কেউ বা কারা কালিমালিপ্ত করার চেষ্টা করে। আর তা নিয়ে শুরু হয় তমলুক শহর জুড়ে শোরগোল। যদিও এই ঘটনাকে নিন্দার চোখে দেখছে বিজেপি ৷ অপর দিকে দায় এড়ালেন তৃণমূল, শুরু হয়েছে রাজনৈতিক তরজা।