জেলাফিচার

রবি’র শপথ অনুষ্ঠানে উন্মাদনা রাজনগরীতে

এনএফবি, কোচবিহারঃ

বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষের কোচবিহার পুরসভার চেয়াম্যান পদের দায়িত্বভার গ্রহণ করা নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গেল তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। আজ কোচবিহার পুরসভার বোর্ড গঠন করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন রবীন্দ্রনাথ বাবু, আমিনা আহমেদকে ভাইস চেয়ারম্যান করা হয়। দলীয় ভাবে ঘোষণা না হলেও রবীন্দ্রনাথ বাবু কোচবিহার পুরসভার চেয়ারম্যান হচ্ছেন, সামাজিক মাধ্যমে তা নিয়ে কয়েকদিন ধরেই চর্চা শুরু হয়েছিল। তাই এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতা কর্মীদের ভিড় জমতে শুরু করে কোচবিহার শহরে। রবীন্দ্রনাথ বাবু পুর ভবনের ভিতরে যখন দায়িত্ব ভার গ্রহণ করছিলেন তখন পুরসভা চত্বর জুড়ে দলীয় নেতা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দায়িত্ব ভার গ্রহণের পর দলের একটি সম্বর্ধনা অনুষ্ঠানেও দেখা গেল সেই চিত্র। মঞ্চে যেমন এক সাথে দেখা গেল বিভিন্ন গোষ্ঠীর নেতাদের। তেমনি নিচে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় এবং উন্মাদনা।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “ তৃণমূল কংগ্রেস যৌথ নেতৃত্বে বিশ্বাস করে। কোচবিহারে দলের অনেক বর্ষীয়ান নেতা রয়েছেন। তাঁদের মধ্যে রবীন্দ্রনাথ ঘোষ সহ বিনয় কৃষ্ণ বর্মণ, আব্দুল জলিল আহমেদ, গিরীন্দ্রনাথ বর্মণ রয়েছেন। আমরা সবাই মিলে এক সাথে চলবো। এটাই তো দলের সৌন্দর্য। আমাদের লক্ষ্য বিজেপিকে নির্মূল করা।” রবীন্দ্রনাথ বাবু দলীয় সম্বর্ধনা অনুষ্ঠানে তাঁকে কোচবিহার পুরসভার চেয়ারম্যান করায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম পুরসভার বোর্ড গঠন তৃণমূলের, মাথাভাঙা পুরবোর্ড গঠনের দিন প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল