দেশ

স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক উড়ান, বিবৃতি মন্ত্রকের

এনএফবি, নিউজ ডেস্কঃ

করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় স্বাভাবিক হচ্ছে ভারতের আন্তর্জাতিক বিমান পরিষেবা। মঙ্গলবার অসামরিক বিমান পরিবহন দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। আগামী ২৭ মার্চ থেকে শুরু স্বাভাবিক হবে আন্তর্জাতিক উড়ান। ওই দিন থেকে ভারতে কোনও আন্তর্জাতিক বিমান ওঠা-নামায় কোনও রকম নিষেধাজ্ঞা থাকবে না।

করোনা ঠেকাতে ২০২০ সালের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক স্বাভাবিক বিমান পরিষেবায় ছেদ পড়েছিল। পরে পরিস্থিতি বিচার করে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্য সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয়। ৪৫ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ হয় ভারত। মাঝে উড়ান স্বাভাবিকের পথে হাঁটলেও ওমিক্রনের দাপটে সেই প্রচেষ্টা থেকে সরে আসে কেন্দ্র। অবশেষে সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে স্বাভাবিক আন্তর্জাতিক উড়ানের পথে হাঁটছে দেশ।