বাংলা থেকে বিদেশে পড়াশুনার সুলুকসন্ধান দিতে কলকাতায় আন্তর্জাতিক ‘গ্লোবাল স্কলাস্টিকস’

এনএফবি, কলকাতাঃ কলকাতায় বসে বিদেশে পড়াশুনার স্বপ্ন সত্যি করা আরও সহজলভ্য হয়ে গেল। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষা কনসালটেন্সি সংস্থা ‘গ্লোবাল স্কলাস্টিকস’ শনিবার কলকাতায় তাদের নয়া শাখার উদ্বোধন করল। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা আমেরিকান সেন্টারের ডিরেক্টর তথা ইউএস কনস্যুলেট জেনারেলের জনসংযোগ আধিকারিক মিসেস এলিজাবেথ লি, কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশীষ কুমার এবং সংস্থার কলকাতা শাখার সিইও রেবেকা চক্রবর্তী।

অনুষ্ঠানে রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমার বলেন, এই ধরনের উদ্যোগে আমি খুব খুশি। এরফলে বাংলার পড়ুয়ারা ব্যাপকভাবে উপকৃত হবেন। যা বাঙালিদের কাছে বিশ্বের দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে নয়া পথের দিশা দেখাবে। কলকাতা ইউএস কনস্যুলেট জেনারেলের জনসংযোগ আধিকারিক মিসেস এলিজাবেথ লি বলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রে পড়াশুনা করতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য গ্লোবাল স্কলাস্টিক্সের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তারা শিক্ষার্থীদের পচ্ছন্দ এবং যোগ্যতা অনুযায়ী সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পেতে যথার্থ পরামর্শ দিয়ে সাহায্য করবে। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে পড়াশুনা করাকালীন সময়ে যাতে আর্থিক কারণে শিক্ষালাভে ছেদ না পড়ে সেইজন্য তারা স্কলারশিপ পেতেও যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করে। ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা যোগাযোগের ব্যবস্থা তারা করে থাকে। সুতরাং তাদের এই কাজে খুব খুশি।

অন্যদিকে সংস্থার কলকাতা শাখার সিইও রেবেকা চক্রবর্তী বলেন, বিদেশে শিক্ষালাভ করতে চাওয়া ভারতীয় পড়ুয়াদের সুবিধা অসুবিধাগুলি আমরা বুঝি। আমাদের সংস্থা পড়ুয়াদের স্বপ্ন সত্যি করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, গ্লোবাল স্কলাস্টিক পড়ুয়া, চাকরি প্রার্থী এবং পেশাদারদের স্কিল ডেভলপমেন্টের জন্য কাজ করে থাকে। কর্পোরেট, পচ্ছন্দ অনুযায়ী পড়ুয়াদের যোগ্যতা অর্জনের জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকে। যাতে প্রশিক্ষিত প্রার্থীরা তাদের চাহিদা অনুযায়ী সাফল্য পায়।