জেলা

বালুরঘাটে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উদযাপন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

অবিভক্ত দিনাজপুর জেলায় গুপ্ত, সুঙ্গ,সেন পাল, সহ মোটামুটি সাতটি যুগের ইতিহাসের নিদর্শন পাওয়া যায়। সেই কারণে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই এলাকায় বেশ কয়েকবার অভিযান চালায়। সেই পরীক্ষা-নিরীক্ষা থেকে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন উঠে আসে এই জেলার বুক থেকে। সেই কারণে এই জেলার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। সেই দিক থেকে বিচার করে রাজ্য সরকার বালুরঘাট শহরে একটি মিউজিয়াম গড়ে তুলেছে। আজ ১৮ মে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস। সেই উপলক্ষ্যে আজ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা মিউজিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব চিত্র

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, শুভাশিস বেজ, আবুল কালাম আজাদ, তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল সহ অন্যান্যরা। এদিন উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হল আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস।

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।