মহানগর

অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক প্লাস্ট ইন্ডিয়া সম্মেলন

এনএফবি, কলকাতাঃ

প্লাস্ট ইন্ডিয়া ফাউন্ডেশন আগামী বছর ১ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩ নয়া দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত হতে চলেছে ১১তম আন্তর্জাতিক প্লাস্টিকস প্রদর্শনী।

সম্প্রতি আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে এক সাংবাদিক সম্মেলনে প্লাস্ট ইন্ডিয়া ফাউন্ডেশন প্রেসিডেন্ট
জিগীশ দোষী জানালেন, নয়া দিল্লির প্রগতি ময়দান ৪’২ মিলিয়ন বর্গফুট। এই ময়দানে ১৫০ একর স্থান নিয়ে এই ৫ দিনের প্লাস্ট ইন্ডিয়া ২০২৩ অনুষ্ঠিত হবে। প্লাস্টিক শিল্পের প্রচার, প্রসার, উৎপাদন, এই শিল্পের অগ্রগতি, কর্মর সুযোগ, আন্তর্জাতিক ব্যাবসা, নতুন প্রযুক্তি এই শিল্পে দক্ষ মানুষের যোগদান, প্লাস্টিকের রপ্তানি বৃদ্ধি, প্লাস্টিকের রপ্তানি বৃদ্ধি, প্রদর্শনী, প্রগতির অনুঘটকের কাজ এই বিষয়গুলি নিয়ে এই পাঁচ দিনের সেমিনারে আলোচনা হবে।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের সচিব বন্দনা যাদব, আইএএস-এর চেয়ারম্যান অশোক গোয়াল, অর্থ দফতরের কমিশনার খালিদ আজিজ আনোয়ার ও এনইসি’র চেয়ারম্যান অজয় শাহ প্রমুখ।