ক্রীড়া

হজরত মহম্মদকে অপমান করায় আইপিএল কি বয়কট করছেন মঈন!

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বুধবার রাত থেকেই একটা ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ভারতে নাকি আর IPL খেলতে আসবেন না মঈন আলি (Moeen Ali)। পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। ওই পোস্টে স্পষ্ট জানানো হয়েছে, হজরত মহম্মদকে অপমান প্রসঙ্গে ভারত যতদিন না পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইবে, ততদিন তিনি IPL খেলবেন না। এই পোস্ট দেখার পর অনেকেই মঈনের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করতে শুরু করেন। তবে জানা যায় এই পোস্টটি একেবারেই ভুয়ো। হজরত মহম্মদ ইস্যুতে এমন কোনও মন্তব্য মঈন করেননি। না তিনি ভারতে IPL বয়কটের ডাক দিয়েছেন। তিনি টুইটার কিংবা ইনস্টাগ্রামেও এমন কোনও পোস্ট করেননি। দিন কয়েক আগের ঘটনা বিজেপি মুখপাত্র নুপূর শর্মা (Nupur Sharma) হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটি প্রকাশ্যে আসতে না আসতেই গোটা কানপুর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভারত বিরোধী আওয়াজ ওঠে। ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয় একাধিক দেশে। ঘটনার পর বিজেপি-র তরফ থেকে নুপূরের প্রাথমিক সদস্যপদ বাতিল করে দলীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরসিবি ছাড়াও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেন মঈন। সি এস কে কে ট্রফি দিতেও বড় ভূমিকা নেন