একদিনের ক্রিকেটে নতুন রেকর্ড ঈশানের
স্পোর্টস ডেস্ক,এনএফবিঃ
নতুন রেকর্ড গড়লেন ভারতের তরুণ বাঁ হাতি উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ। দ্রুততম একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করলেন তিনি। ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড। শনিবার চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ১২৬ বলে দু’শো রানে পৌঁছে যান। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ১৩৮ বলে দ্বিশতরান করেছিলেন। এতদিন পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে সেটাই দ্রুততম শতরান ছিল। কিন্তু এদিন গেইলকে ছাপিয়ে গেলেন ঈশান। চতুর্থ ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে ২০০ রান করলেন। এই ক্লাবের আরও তিন সদস্য শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ এবং রোহিত শর্মা।
দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পাওয়ায় এ দিন খেলতে পারেননি রোহিত শর্মা। তাঁর জায়গায় দলে ফেরানো হয় উইকেটকিপার ব্যাটারকে। ওপেন করতে নেমে প্রথম থেকেই মারকুটে মেজাজে ছিলেন। শেষপর্যন্ত ১৩১ বলে ২১০ রান করে আউট হন। ইনিংসে রয়েছে ২৪টি চার এবং ১০টি ছয়। উইকেটের অন্য প্রান্তে দুরন্ত বিরাট কোহলিও। ৪০ মাস পরে একদিনের ক্রিকেটে শতরান পেলেন। ৮৫ বলে ১০০ রান সম্পূর্ণ করেন বিরাট। ভারত তোলে ৫০ ওভারে ৪০৯ রান ৮ উইকেটের বিনিময়ে
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।