জেলা

স্কুল ফি কমানোর দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান

এনএফবি, আলিপুরদুয়ারঃ

ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁও একটা সময় ছিল আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্রবিন্দু । লক ডাউনের পর যখন থেকে ভুটান গেট বন্ধ হয়ে যায় ,তারপর থেকে সেখানে ব্যবসা নেই বললেই চলে। প্রচুর ব্যবসায়ী জয়গাঁও ছেড়ে অন্য জায়গায় চলেও গেছেন। যারা রয়েছেন তারাও কঠিন সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। ব্যবসায়িক মন্দা এই সমস্ত ব্যবসায়ীদের সন্তানদের শিক্ষা গ্রহণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই সমস্ত অভিভাবক এক হয়ে এবার জেলা শাসকের দারস্থ হলেন সন্তানদের স্কুলের ফি কমানোর দাবিতে। কারণ সেখানকার সমস্ত বে-সরকারি স্কুল বার বার আবেদন করা সত্ত্বেও অভিবাবকদের ফি কমানোর দাবি কে মান্যতা দেয়নি। তাই এবার তারা জেলা প্রশাসনের দারস্থ হয়েছেন ।

জানা গেছে ,সোমবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলা শাসকের কাছে ওই এলাকার সমস্ত অভিভাবক এই বিষয় হস্তক্ষেপ দাবি করে স্মারকলিপি প্রদান করে।