জেলাফিচার

পেট পুরে পুরী মিষ্টি খাইয়ে, চুরি করা অপরাধ- কিশোরকে বোঝালো স্থানীয়রা ব্যবসায়ীরা

এনএফবি, জলপাইগুড়িঃ

মাঝেই মাঝেই খবরের শিরোনামে আসে চোরকে গণপিটুনির। উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া যেখানে দস্তুর সেখানে উলটো পথে হেঁটে নজির গড়লো বেগুনটারি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সোমবার সকালে এক জামাকাপড়ের দোকানদার দোকান খুলেই চা খেতে বাইরে যায়‌ দোকানের মালিক। ফিরে এসে দেখেন ক্যাশ বাক্স থেকে কয়েক হাজার টাকা উধাও। এরপর ওই দোকান থেকে দেখে এক কিশোর ছেলে দৌড়ায় পালিয়ে যাচ্ছিল। তাকে দেখে দোকানের মালিকের সন্দেহ হয়। সেই কিশোরের পাকড়াও করে তল্লাশি চালাতেই দেখা যায় কিশোরে পকেটে চুরি যাওয়া পুরো টাকা।

এরপর উত্তেজিত না হয় দোকানের মালিক জানতে চান কী কারণে সে চুরি করছে। কিশোর উত্তর দেন ক্ষিদের জন্য। স্থানীয় ব্যবসায়ী বাসিন্দারা অভিযুক্ত কিশোরকে পেট ভরে মিষ্টি পুরী খাইয়ে তাকে বোঝান চুরি করাটা অপরাধ, এখন তার পড়াশুনার সময়।

দোকানের মালিক-সহ স্থানীয়দের এই মানবিক উদ্যোগে খুশি জেলাবাসী।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।