ক্রীড়া

মেন্টরের দায়িত্ব নিতে মুখিয়ে আনন্দ

অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ

তৃতীয় বার টাটা স্ট্রিল চেস টুর্নামেন্টের ড্র হয়ে গেল কলকাতার এক পাঁচতারা হোটেলে। রেপিড ও ব্লিজ দুই বিভাগেই খেলা হবে। তবে এবারে পাঁচ দিনের এই চেস টুর্নামেন্ট যা ন্যাশনাল লাইব্রেরিতে হবে সেই প্রতিযোগিতায় সবার নজর থাকবে বিশ্বনাথ আনন্দের দিকে। এবারে প্লেয়ার হিসেবে নয় মেন্টর হিসেবে দেখা যাবে বিশ্বনাথ আনন্দকে। এদিন নতুন এই দায়িত্ব পেয়ে আনন্দ জানান, “নতুন ট্যালেন্টদের নিয়ে কাজ করতে পারবো ভেবে ভালো লাগছে। চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। নতুন দায়িত্বতে কাজ করতে মুখিয়ে রয়েছি, কলকাতা আমার কাছে সব সময় স্পেশাল, টাটা স্টিল আমাকে এই সুযোগ করে দিয়েছে তার জন্য ধন্যবাদ।“ অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলার গ্র্যান্ড মাস্টার দীপেন্দু বরুয়া। তিনি বলেন, “দীর্ঘ দুই বছর পর করোনা ভাইরাসকে হারিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে সেটা ভেবে ভালো লাগছে।“