রাজনৈতিক বিষয় নয়- মন্তব্য কুনালের
এনএফবি, মুর্শিদাবাদঃ
শক্তিপুরে বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। এ দিন বিজয়া সম্মিলনী শেষে কুনাল ঘোষ বউবাজার মেট্রো ধস প্রসঙ্গে বলেন, এটা যখন তৈরি হয়েছে তখন রেলের বিশেষজ্ঞরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেছেন। এটা তাদেরই দায়িত্ব। গঙ্গার তলা দিয়েও তো রেল যাচ্ছে তাহলে এই জায়গাটাই সমস্যা হচ্ছে কেন? এটা রাজনৈতিক চাপানউতরের বিষয় নয়।
যেখানে সব জায়গায় মাটির তলা দিয়ে নদীর তলা দিয়ে রেল যাচ্ছে তাহলে এখানে সমস্যা কেন? হুগলী জাঙ্গিপাড়ায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে কালো পতাকা দেখানো হয়েছে প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, যদি কেউ শান্ত এলাকায় গিয়ে প্ররোচনামূলক কথা বলে, সম্প্রীতি নষ্ট করার উস্কানিমূলক কোনও কথা বলে, তাহলে ধরে নিতে হবে বিজেপির প্ররোচনায় সেটা হচ্ছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।