কালীঘাটের কাকুর বাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকায়
এনএফবি, কলকাতাঃ
নাম জানা গিয়েছিল গতকাল, এবার কালীঘাটের কাকুর বাড়ির হদিস মিললো। জানা গেছে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ধৃত শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায় যে বিধানসভার বিধায়ক (বেহালা পশ্চিম) সেখানেই বাড়ি তার।
ধৃত তাপসকে সিবিআই যখন এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায়, তখন তাপস কালীঘাটের কাকু (সুজয় ভদ্রের) নাম নেয়। জানায়, তার বাড়ি বেহালা পশ্চিম বিধানসভার ফকির পাড়ায়।
কে এই কালীঘাটের কাকু সুজয় ভদ্র। সূত্রের খবর, সুজয় ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সংস্থার সঙ্গে জড়িত। তাকে কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ডেকে একবার জিজ্ঞাসাবাদ করে ইডি।
তবে, সিবিআই নিয়োগ দুর্নীতিতে নিজেদের মতোই তদন্ত করছে এবং সিবিআইয়ের প্রাথমিক তদন্তে অনুমান হুগলির আর এক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল এই সুজয় ভদ্রের। জানা গেছে, দক্ষিণ কলকাতার কোনও এক প্রভাবশালী নেতার সঙ্গে যোগাযোগ ছিল শান্তনু ও সুজয়ের।
তবে সুজয় ভদ্র ঠিক কে এবং নিয়োগ দুর্নীতিতে তাপসের মুখে কেনো এলো তার নাম, সেই সবের খোঁজে তদন্ত করছে সিবিআই।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।