জেলাফিচার

[:en]আলাদা রাজ্যের দাবিতে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির মিছিল[:]

[:en]

এনএফবি, কোচবিহারঃ

আলাদা কামতাপুর রাজ্য- সহ বিভিন্ন দাবিতে কোচবিহার শহরে মিছিল করল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। এ দিন কোচবিহার রাস মেলার মাঠ থেকে ওই মহামিছিল বের হয়। ওই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। এ দিন সেখানে উপস্থিত ছিলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির জেলা সভাপতি তবারক মিয়া, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধীর রায়, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সাধারণ সম্পাদক মানবেন্দ্র রায় সহ আরও অনেকে।

তাদের দাবি, বৃহৎ কামতাপুরী সমাজের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, জাতীয় মুক্তির লক্ষ্যে আলাদা কামতাপুর রাজ্য ও কামতাপুরী ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিকে সামনে রেখে কোচবিহার শহরে প্রতিবাদী মহামিছিল করলো কামতাপুর প্রগ্রেসিভ পার্টি।

এদিন এবিষয়ে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় জানান, কামতাপুর ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি, কামতাপুর আলাদা রাজ্য এবং দীর্ঘদিন ধরে আমরা দেখছি উত্তরবঙ্গের মন্ত্রী রাজবংশী সম্প্রদায়ের মানুষকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। পাশাপাশি আমাদের ভূমিপুত্র নিশীথ প্রামাণিকের উপর হামলা চালানোর মত ষড়যন্ত্র তিনি করেছেন। তাই ওনার বিরুদ্ধে আজকে এই মিছিল বলে জানান তিনি।

[:]