ক্রীড়া

নিজের উদাহরণ টেনে বিরাটকে পরামর্শ কপিলের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবারে বিরাট কোহলি বিষয়ে নিজের উদাহরণ টানলেন ভারতের হয়ে প্রথম ১৯৮৩ র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। কপিল বলেন, ” সুনীল গাভাসকর আমার ক্যাপ্টেন্সিতে খেলেছিল। আমি শ্রীকান্ত, আজহারের নেতৃত্বে খেলেছি। আমার কোনও ইগো ছিল না। বিরাটেরও উচিত ওর ইগো সরিয়ে রেখে তরুণ কোনও ক্রিকেটারের ক্যাপ্টেন্সিতে খেলা। এটা ওকে তো বটেই, ভারতীয় ক্রিকেটকেও সাহায্য করবে। আমার তো মনে হয়, বিরাটের উচিত নতুন ক্যাপ্টেন, নতুন প্লেয়ারদের সাহায্য করা। একটা ব্যাপার নিয়ে কোনও দ্বিমত নেই, বিরাটের মতো ব্যাটসম্যানকে আমরা হারাতে পারি না।”